logo

AGUNKHEKO

logo
الكلمات
ধূসর দিনযাপন

রোজ রাতে জালমাতের অন্ধকার

নিজের তাগিদেই

ঘর ছেড়ে বেরোলাম আবার

বেরঙিন দিনযাপন

রোজ রাতে জালমাতের অন্ধকার

নিজের তাগিদেই

ঘর ছেড়ে বেরোলাম আবার

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা? (২)

পিছু ডাকে সারা দেবো না,

থামব না আর এগিয়ে যাবো

পায়ে ধুলো হোক সব বিপদ

যুদ্ধেই ঠিক শান্তি পাব,

নিয়েছিলাম সেই শপথ

হয়ে আগুন খেকো দেখো,

এ জীবন আসছি ফেরত।

ঘর ভেসে যায় যাক,

আমায় এই দান খেলতেই হবে

দাঁড়িপাল্লাতে

নেয়ের হিসেব মিলতেই হবে (২)

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা? (২)

পিছু ডাকে সারা দেবো না,

থামব না আর এগিয়ে যাবো

পায়ে ধুলো হোক সব বিপদ

যুদ্ধেই ঠিক শান্তি পাব,

নিয়েছিলাম সেই শপথ

হয়ে আগুন খেকো দেখো,

এ জীবন আসছি ফেরত..

আসছি ফেরত, আসছি ফেরত

আসছি ফেরত, আসছি ফেরত।

AGUNKHEKO لـ Rupam Islam - الكلمات والمقاطع