huatong
huatong
avatar

Nadim Gallery-Jonakira Bondhu by R.Bagchi&Anwessha

Rupankar Bagchi/Anwesshahuatong
Udana_star51248170huatong
الكلمات
التسجيلات
Eskabon-Jonakira Bondhu Hoye

===========================

Uploaded-Nadim_R&B

===========================

জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি

আমিও বন্ধুতা চাই, কায়মনে তাই দু'হাত পাতি

জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি

আমিও বন্ধুতা চাই, কায়মনে তাই দু'হাত পাতি

তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে?

নিশ্চুপ থাকবে না কি এ কথার জবাব দেবে?

জবাবে কী বলবো আর?

==Music=Nadim==

সবে তো সন্ধ্যে হলো, নামবে আঁধার গহীন বনে

রাখা থাক নির্জনতায় মনের কথা সংগোপনে

রাতে রাত বাড়লে নাহয় চোখের তারায় হারিয়ে যাবো

জোনাকির পশলা আলোয় আমরা দু'জন ঘর সাজাবো

রাতে রাত বাড়লে নাহয় চোখের তারায় হারিয়ে যাবো

জোনাকির পশলা আলোয় আমরা দু'জন ঘর সাজাবো

ঘরের আর হদিস কোথায়?

==Music=Nadim==

ঘরের আর হদিস কোথায় নির্জনতায় নিভলে বাতি?

আমি তাই বন্ধুতা চাই, কায়মনে আজ দু'হাত পাতি

পাতা থাক স্বপ্ন চাটাই, ইচ্ছে সাজাই সংগোপনে

রাখা থাক নির্জনতায় মুখের কথা মনের কোণে

নিরুপায় হচ্ছো কেন?

==Music=Nadim==

নিরুপায় হচ্ছি কেন, তুমিও জানো, আমিও জানি

আমারও ইচ্ছে করে তোমার বুকের আতিথ্য নিই

সারা রাত জ্বলবে বাতি অশান্ত এই হৃদকমলে

বলো না খুব কি ক্ষতি প্রেম যমুনায় জোয়ার এলে

তবে আর প্রশ্নবাণে বিদ্ধ কেন করছো, সোনা?

এসো আজ পাল্টিয়ে নিই এই সমাজের ভুল ধারনা

তবে আর প্রশ্নবাণে বিদ্ধ কেন করছো, সোনা?

এসো আজ পাল্টিয়ে নিই এই সমাজের ভুল ধারনা

তবে থাক প্রশ্ন তোলা সওয়াল-জবাব ভবিষ্যতের

আমিও এখন থেকে শরিক হলাম তোমার পথে

পথের আর দোষ কী বলো?

পথের আর দোষ কী বলো খুব সহসাই হোঁচট খেলে

সেই তো আবার হবো একলা শরিক চোখের জলে

المزيد من Rupankar Bagchi/Anwessha

عرض الجميعlogo

قد يعجبك