huatong
huatong
avatar

যদি আরেক জনম আমি পাইগো

S M Sharathuatong
smartpolockhuatong
الكلمات
التسجيلات
যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুদু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

তুমি তো খোজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

আরো নতুন নতুন গানপেতে আমার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুদু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

লাইক করতে ভুলবেন না

المزيد من S M Sharat

عرض الجميعlogo

قد يعجبك