logo

ও সাথীরে যেওনা কখনো দুরে

logo
avatar
Sabina Yasmin/Andro kishorlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....logo
الغناء في التطبيق
الكلمات
মেয়েঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে

ও সাথীরে.যেওনা কখনো দুরে

তোমারি প্রানে আমার এই প্রান

তুমি ছাড়া বাঁচি কি করে

ছেলেঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে

তোমারি প্রানে আমার এই প্রান

তুমি ছাড়া বাঁচি কি করে..

মেয়েঃ এই চোখে চেয়ে, নাও দেখে তুমি

ছবি করে তোমায়, রেখেছি আমি..

ছেলেঃ সেই ছবি কভু, দিও নাকো মুছে

থাকি যেন আমি, তোমারি কাছে

মেয়েঃ তোমারি মনে আমার এই মন

তুমি ছাড়া বাছি কি করে

ছেলেঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে

মেয়েঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে..

ছেলেঃ এই পথে যদি, ঝর নেমে আসে

বাধা ভেঙ্গে আসবো, তোমারি পাশে..

মেয়েঃ জীবনে আছি, মরনে-ও রবো

চিরদিনই ভাল, বেসে যাবো

ছেলেঃ তোমারি প্রেমে আমার এই প্রেম

তুমি ছাড়া বাঁচি কি করে

মেয়েঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে

তোমারি প্রানে আমার এই প্রান

তুমি ছাড়া বাঁচি কি করে

ছেলেঃ ও সাথীরে.যেওনা কখনো দুরে

ছেলে/মেয়েঃ তোমারি প্রানে আমার এই প্রান

তুমি ছাড়া বাঁচি কি করে

ও সাথীরে যেওনা কখনো দুরে لـ Sabina Yasmin/Andro kishor - الكلمات والمقاطع