logo

তোমায় আপন করে রাখব Tomay Apon Kore Rakhbo

logo
الكلمات
তুমারি ভাবনায় আসে না ঘুম

Singer:কুমার শানু ও অনুরাধা পোডওয়াল

F)তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

M)তোমার দুটি চোখের

সাগরে আমি হারিয়ে গিয়েছি

F)তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

M)তোমার দুটি চোখের

সাগরে আমি হারিয়ে গিয়েছি

F)আমার আঁচল তলে তোমায় লুকিয়ে রাখব

আমার আঁচল তলে তোমায় লুকিয়ে রাখব

m)তোমার ঠোঁটের শিশির আমার অধরে মাখবো

F)প্রতি নিশ্বাস এ আমার

অন্তরে তুমাকে রেখেছি

তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

M)তোমার দুটি চোখের

সাগরে আমি হারিয়ে গিয়েছি

M)তোমার বুকের মাঝে সুখেরই ছোট্ট ঘর

তোমার বুকের মাঝে সুখেরই ছোট্ট ঘর

F)সে ঘরে থেক তুমি আসুক না যতই ঝড়

M)জীবনে সবই তোমার তরে আমি বিলিয়ে দিয়েছি

F)তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

M)তোমার দুটি চোখের

সাগরে আমি হারিয়ে গিয়েছি

F)তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

M)তোমার দুটি চোখের

সাগরে আমি হারিয়ে গিয়েছি

MF)তোমায় আপন করে রাখব বলে ভালো যে ভেসেছি

তোমায় আপন করে রাখব Tomay Apon Kore Rakhbo لـ Sabina Yasmin/Khalid Hasan Milu, - الكلمات والمقاطع