logo

Tumi Amar Moner Manush

logo
avatar
Sabina Yasmin/Rafiqul Alamlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
الغناء في التطبيق
الكلمات
মেয়েঃ হুম---হুম হুম হুম

আ---আ আ আ

লালা লা লা লা লা

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায়রে আমি অভাগিনী

পিপাসায় কাতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

ছেলেঃ তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে

করিগো আদর--

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

মেয়েঃ তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

ছেলেঃ তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর--

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

====ধন্যবাদ====

Tumi Amar Moner Manush لـ Sabina Yasmin/Rafiqul Alam - الكلمات والمقاطع