huatong
huatong
sabina-yeasmin-je-kanna-theke-jay-cover-image

Je Kanna Theke Jay

Sabina Yeasminhuatong
palelehuatong
الكلمات
التسجيلات
যে কান্না থেকে যায় অশ্রু শুকিয়ে গেল পর

তারই বুকে বেঁচে থাকে আমার ভালোবাসার ঘর

যে কান্না থেকে যায় অশ্রু শুকিয়ে গেল পর

তারই বুকে বেঁচে থাকে আমার ভালোবাসার ঘর

চোখের জলের ধারা আসলে বুকের থেকে আসে

তুমি তা বোঝোনি গো, সে তোমায় আজও ভালোবাসে

চোখের জলের ধারা আসলে বুকের থেকে আসে

তুমি তা বোঝোনি গো, সে তোমায় আজও ভালোবাসে

যে কান্না থেকে যায় অশ্রু শুকিয়ে গেল পর

তারই বুকে বেঁচে থাকে আমার ভালোবাসার ঘর

পাহাড়ি নদীর মতো শুকায় দুই চোখের ধারা

বর্ষায় বান আসে, ভেসে যায় ভালোবাসে যারা, ভালোবাসে যারা

পাহাড়ি নদীর মতো শুকায় দুই চোখের ধারা

বর্ষায় বান আসে, ভেসে যায় ভালোবাসে যারা, ভালোবাসে যারা

তারপরে একদিন অশ্রু পৌঁছে মোহনায়

মিলিয়ে যাবার আগে হয়তো বা গান হয়ে যায়

তারপরে একদিন অশ্রু পৌঁছে মোহনায়

মিলিয়ে যাবার আগে হয়তো বা গান হয়ে যায়

যে কান্না থেকে যায় অশ্রু শুকিয়ে গেল পর

তারই বুকে বেঁচে থাকে আমার ভালোবাসার ঘর

যে কান্না থেকে যায় অশ্রু শুকিয়ে গেল পর

তারই বুকে বেঁচে থাকে আমার ভালোবাসার ঘর

المزيد من Sabina Yeasmin

عرض الجميعlogo

قد يعجبك