huatong
huatong
avatar

বন্ধু আমার রাতেরও আকাশ

Sadman Pappuhuatong
smokinjonzehuatong
الكلمات
التسجيلات
এই হৃদয়ে তুমি ছিলে,

ব্যাথা ছিলোনা,,

হঠাৎ করে হারিয়ে গেলে,

ফিরে এলেনা,,

এই হৃদয়ে তুমি ছিলে,

ব্যাথা ছিলোনা,,

হঠাৎ করে হারিয়ে গেলে,

ফিরে এলেনা,,

এখন বন্ধু আমার রাতেরও আকাশ,

ওর ঘরেতো আমার বসবাস,

বন্ধু আমার চাঁদের জোছনা

এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একা পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় ,

একলা জীবন অনেক সুখের হয় ,,

বন্ধু একলা জীবন অনেক সুখের হায়

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই,

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

তারার মতো শত ব্যাথা বুকে নিভে জ্বলে

এখন আমি প্রহর কাটাই জোনাক তলে

বন্ধু আমার রাতেরও আকাশ ,

ওর ঘরেতো আমার বসবাস ,

আমার বন্ধু চাঁদের জোছনা ,

এখন আমার মন কাঁদেনা ,

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম ,,

তারারা আমায় একা পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয় ,

বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ,

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন,

এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন,

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন ,

এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন

দুঃখ ভরা পবনেতে ফেলিরে নিশ্বাস,

এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস

বন্ধু আমার রাতেরও আকাশ ,,

ওর ঘরেতো আমার বসবাস ,,

আমার বন্ধু চাঁদের জোছনা ,,

এখন আমার মন কাঁদেনা ,,

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম ,,

তারারা আমায় এক পাড়ায় ঘুম ,

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় ,

একলা জীবন অনেক সুখের হয় ,

বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ,,

সমাপ্ত

المزيد من Sadman Pappu

عرض الجميعlogo

قد يعجبك