_ _ _ _ _ _
Tapos Majumder
এ রিদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হটাত করে হারিয়ে গেলে ফিরে এলেনা
এ রিদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হটাত করে হারিয়ে গেলে ফিরে এলেনা
এখোন বন্ধু আমার রাতেরো আকাস
তোর ঘরেতো আমার বসোবাস
বন্ধু আমার চাদের জোছোনা
এখোন আমার মোন কাদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় আকাই পরায় ঘুম
শেষে নিজের বিবেক ডাকদিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
যে আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখোন আমি অন্ধোকারে দঃখ কুরাই
_ _ _ _ _ _
যে আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখোন আমি অন্ধোকারে দঃখ কুরাই
তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে
এখোন আমি প্রগোর কাটাই জোনাক তলে
বন্ধু আমার রাতেরো আকাস
তোর ঘরেতো আমার বসোবাস
আমার বন্ধু চাদের জোছোনা
এখোন আমার মোন কাদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় আকাই পরায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
_ _ _ _ _ _
Tapos Majumder
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখোন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন
_ _ _ _ _ _
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখোন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন
দুঃখ ভরা পবোনেতে ফেলিরে নিশ্বাস
এতো সুখের ভলোবাসায় ভাংলিরে বিশ্বাস
বন্ধু আমার রাতেরো আকাস
তোর ঘরেতো আমার বসোবাস
আমার বন্ধু চাদের জোছোনা
এখোন আমার মোন কাদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় আকাই পরায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
_ _ _ _ _ _
Tapos Majumder
_ END _