JINIYA JINNAT
Singer : Sadman Pappu
এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা
এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা
এখন বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
JINIYA JINNAT
যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই
যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই
তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে
এখন আমি প্রহর কাটাই জোনাক দলে
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন
দুঃখ ভরা পবনেতে ফেলি রে নিশ্বাস
এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়
JINIYA JINNAT