huatong
huatong
avatar

Bhalo Achi Bhalo Theko

Salman Shah/Shabnurhuatong
patb902huatong
الكلمات
التسجيلات
3...

2..

1.

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি...

দিও তোমার মালাখানি

বাউলের এই মনটা রে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

follow me

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরনে মুক্তর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরনে মুক্তর সুখ

তেমনি তোমার গভীর ছোঁয়া...

তেমনি তোমার গভীর ছোঁয়া

ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

follow me

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা...

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

MUSIC

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি...

দিও তোমার মালাখানি

বাউলের এই মনটা রে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি আছো তুমি আছো তুমি

আছো তুমি হৃদয় জুড়ে...

المزيد من Salman Shah/Shabnur

عرض الجميعlogo

قد يعجبك