huatong
huatong
avatar

নদী চায় চলতে তাঁরা চায় জ্বলতে

Samina Chowdhuryhuatong
urdnaxeladalvhuatong
الكلمات
التسجيلات
নদী চায় চলতে...

তারা চায় জ্বলতে...

আমার এ মনটা চায়

মনের কথা বলতে হো...

নদী চায় চলতে...

তারা চায় জ্বলতে...

আমার এ মনটা চায়

মনে কথা বলতে হো...

আমাকে ফলো দিয়ে এক্টিভ থাকুন

তুমি কি শুনবে,বলোনা শুনবে কি

তুমি কি শুনবে,বলোনা শুনবে কি

নদীতে রয় ধারা...

আকাশের তারা....

তুমি গুনবে কি...

তুমি গুনবে কি...

পথের এই প্রান্তে..

কি আছে জানতে..

সাথে কি চলবে আজ

পথের কাটা দলতে হো...

নদী চায় চলতে...

আমাকে ফলো দিয়ে এক্টিভ থাকুন

তুমি কি বুঝবে,বলোনা বুঝবে কি

তুমি কি বুঝবে,বলো না বুঝবে কি

হৃদয়ের কোন খানে....

কথা হয় কোন গানে....

তুমি খুঁজবে কি....

তুমি খুঁজবে কি....

প্রেমেরই স্বাদ চায়

ভোলাবে লজ্জা

সে প্রেমে পুড়তে চায়

মোমের মত গলতে হো...

নদী চায় চলতে....

তারা চায় জ্বলতে....

আমার এ মনটা চায়...

মনের কথা বলতে হো...

নদী চায় চলতে....

দয়া করে গানের শেষে লাইক দিন।

المزيد من Samina Chowdhury

عرض الجميعlogo

قد يعجبك