huatong
huatong
sandhya-mukhopadhyay-khola-akash-ki-cover-image

খোলা আকাশ কি অত ভালো লাগতো | Khola Akash Ki

Sandhya Mukhopadhyayhuatong
munia28huatong
الكلمات
التسجيلات
খোলা আকাশ কি অত ভালো লাগতো

যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?

বলো জীবন কি সুন্দর হতো এমন

যদি একটুও ব্যাথা নাই থাকতো?

খোলা আকাশ কি অত ভালো লাগতো

যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?

যদি সারাক্ষণ থাকতাম সামনেই,

আমি দেখতাম আর আমার দাম নেই

যদি সারাক্ষণ থাকতাম সামনেই,

আমি দেখতাম আর আমার দাম নেই

যেন মাঝে মাঝে আড়ালে না হারালে

ঐ মন কি এমন মনে রাখতো?

বলো জীবন কি সুন্দর হতো এমন

যদি একটুও ব্যাথা নাই থাকতো?

খোলা আকাশ কি অত ভালো লাগতো

যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?

পাতা ঝরে যায়

আবার রিক্ত শাখা সবুজের

শোভা দিয়ে সাজাতে

সুর থেমে যায়

আবার আঘাত হেনে সেতারের তার গুলো বাজাতে

সাদা কাগজের মুল্যটা কত আর

কালির আঁচড় না টানা হলে বুকে তার

সাদা কাগজের মুল্যটা কত আর

কালির আঁচড় না টানা হলে বুকে তার,

শুধু আলোটা কে কেউ ভালোবাসত

যদি ছায়া নাই আল্পনা আঁকতো?

বলো জীবন কি সুন্দর হতো এমন

যদি একটুও ব্যাথা নাই থাকতো?

খোলা আকাশ কি অত ভালো লাগতো

যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?

المزيد من Sandhya Mukhopadhyay

عرض الجميعlogo

قد يعجبك