logo

Ami Tomakei Boley Debo

logo
avatar
Sanjiblogo
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡logo
الغناء في التطبيق
الكلمات
আপলোডঃ লিমন চৌধুরী

আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আপলোডঃ লিমন চৌধুরী

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

আপলোডঃ লিমন চৌধুরী

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রঙ

তুমি জোছনার ছায়া

তুমি কান্নার রঙ

তুমি জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আপলোডঃ লিমন চৌধুরী

Ami Tomakei Boley Debo لـ Sanjib - الكلمات والمقاطع