এসে দেখো হৃদয়ের এপারে (SANTAM)
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
যতনে সাজিয়ে, রেখেছি তোমায়
আমার এ ঘরে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
MUSIC
MUSIC
না বলা যত কথা
না বলা যত কথা
আগুনের মতো ঘিরেছে আমায়
সীমাহীন স্তব্ধতায়
দুচোখের জল ছুঁয়েছে অতল
শ্রাবনের হাহাকারে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
MUSIC
MUSIC
এপারের সাথে ওপারের সেতু
আমি তো বেঁধেছি তবে
এপারের সাথে ওপারের সেতু
আমি তো বেঁধেছি তবে
কাছে থেকে আরো কাছে যেতে বলো
কত পথ যেতে হবে
MUSIC
এই শেষ কথা বলে
এই শেষ কথা বলে
চৈত্রের চেনা হাওয়াটার মতো
আমিও যাবো চলে
ভালোবেসে আশ মেটেনি আকাশ
রেখেছি বুকের পরে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
এসো এসো, এসে দেখো
হৃদয়ের এপারে
- Thank You (SANTAM) -