huatong
huatong
الكلمات
التسجيلات
অচেনা পথে কুয়াশারই চাদর

সঙ্গে রেখেছি তোর মিথ্যে আদর

অচেনা পথে কুয়াশারই চাদর

সঙ্গে রেখেছি তোর মিথ্যে আদর

চল ভাসি সব ভুলে ক্ষণিকের সমুদ্দুরে

এঁকে আসি সীমানা কোনো এক প্রান্তরে

অজানা আলোয় ঠিকানা ভুলে চলেছি যে আমি

কারণ-অকারণে পথ ভুলে গিয়েছি যে আমি

কথা হয়েছিল পাশে থেকে যাওয়ার

দূরে চলে গেলে একা করে আবার

থেকে যাবি এক কোণে, নদীর ওই বালুচরে

আসবি না জানি তুই আমার এই বুকের ঘরে

অজানা আলোয় ঠিকানা ভুলে চলেছি যে আমি

কারণ-অকারণে পথ ভুলে গিয়েছি যে আমি

المزيد من Santanu Dey Sarkar

عرض الجميعlogo

قد يعجبك