huatong
huatong
avatar

Aam Bagane Iter Vata

Sathi Khanhuatong
Danger-zonehuatong
الكلمات
التسجيلات
আম বাগানে, ইটের ভাটা।

হচ্ছে আমার... মিছেই হাটা।

আম বাগানে ইটের ভাটা।

হচ্ছে আমার মিছেই হাটা।

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না।

দমকা হাওয়ায় আসে বন্ধু, তুমি আসো না।

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না।

দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না।

নদীর বুকে, দালান কোঠা।

তোমার মুখে-, তালায় আটা।

নদীর বুকে দালান কোঠা।

তোমার মুখে তালায় আটা।

বন্ধু তুমি ভরা নদীর

জোয়ার ভাটা না।

ক্ষনে ক্ষনে ঢেউ আসে, তুমি আসো না।

বন্ধু তুমি ভরা নদীর

জোয়ার ভাটা না।

ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না।

গানে গানে, হচ্ছে কথা।

তাবিজ কবজ, সবই বৃথা ।

গানে গানে হচ্ছে কথা।

তাবিজ কবজ সবই বৃথা ।

বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না।

গান পোকা চেচায়, তবু তুমি আসো না ।

বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না।

গান পোকা চেচায়, তবু তুমি আসো না ।

বন্ধু তুমি ভরা, নদীর

জোয়ার ভাটা না।

ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না।

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না।

দমকা হাওয়ায় আসে বন্ধু, তুমি আসো না।

বন্ধু তুমি আসো না ।

বন্ধু তুমি আসো না ।

বন্ধু তুমি আসো না ।

বন্ধু তুমি আসো না ।

বন্ধু তুমি আসো না ।

বন্ধু তুমি আসো না ।

المزيد من Sathi Khan

عرض الجميعlogo

قد يعجبك