huatong
huatong
avatar

Valolaga Valobasar Tofat

Sayanhuatong
quitme1huatong
الكلمات
التسجيلات
আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই

এখনও যত্ন করে যাই

যদিও তুমি বহুদূরে

আমি আজও পাগল তোমারই ওই প্রেমে

গেছি হারিয়ে রাতের আকাশে

তবে কি কাহিনী শেষ আমাদের

আমি ভাবি, যদি আবার

ছুঁতে পারতাম তোমাকে

সত্যি বা, স্বপ্নই হোক

এ দূরত্ব শেষ হয়ে যেত যে।

ভালোলাগা, ভালোবাসার তফাৎ কি যে হয়

জানতাম না

তবে কি আজ, সব দোষটা আমার

দেরি করেছি বুঝতে, তবু ভয়

ভয় পেওনা, আমি আছি, তোমারই পাশে

দূরে যেও না, রাখবো আমি,

জড়িয়ে তোমাকে

المزيد من Sayan

عرض الجميعlogo

قد يعجبك