huatong
huatong
avatar

আমার সপ্তমীর বিকেল

SB TUNEShuatong
SB_TUNEShuatong
الكلمات
التسجيلات
1ST TIME 🎹 SM 🎹 SUNIL BISWAS 🎹

music ,,, @ Sb tunes

uPLOAD BY SUNIL BISWAS

FLOW ME @sB_TUNES

আমার সপ্তমীর বিকেল

আমার এক ভাঙা সাইকেল

তোমার নতুন জুতো মারুতি ইস্টিম।

আমার পকেট গড়ের মাঠ

তোমার নতুন ক্রেডিট কার্ড

আমি তোমার কাছে নিতান্ত টিম টিম।

আজ মন থেকে বলছি

তোমার নাম নিয়ে চলছি

দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই

আসছ না তুমি তাই

দিন কাটাব কিভাবে কে জানে।

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা,

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা।

music ,,, @ Sb tunes

uPLOAD BY SUNIL BISWAS

FLOW ME @sB_TUNES

তোমার হরিণ হরিণ চোখ

দেখে সব দুনিয়ার লোক

তোমার অঙ্গজুড়ে রঙ্গীন সালোয়ার।

তোমার দেমাক দেমাক চাল

আমার আজ ফুটো কপাল

তুমি আমার দিকে চাওনা কেনো আর?

আজ মন থেকে বলছি

তোমার নাম নিয়ে চলছি

দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই

আসছ না তুমি তাই

দিন কাটাব কিভাবে কে জানে।

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা,

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা।

music ,,, @ Sb tunes

uPLOAD BY SUNIL BISWAS

FLOW ME @sB_TUNES

তোমার ফড়িং ফড়িং মন

তোমাই ঘিরে হাজার জন

আমি বোবার মত একলা বসে রই।

তোমার ঝুমুর ঝুমুর দুল

আমার হাতের গোলাপ ফুল

তুমি দেখেও যেনো দেখছো না কিছুই।

আজ মন থেকে বলছি

তোমার নাম নিয়ে চলছি

দিন কাটছে না তোমার বিহনে।

আজ ভুল সুরে গান গাই

আসছ না তুমি তাই

দিন কাটাব কিভাবে কে জানে।

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা,

ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা

হারিয়ে গেছে আমার বৈঠা।

المزيد من SB TUNES

عرض الجميعlogo

قد يعجبك