huatong
huatong
avatar

Chokh Mele Dekhi Tomake (Er Beshi valobasha

Shafiq Tuhinhuatong
ottogarydufhuatong
الكلمات
التسجيلات

চোখ মেললে দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

চোখ মেললে দেখি তোমাকে

চোখ বুজলে পাই আরো কাছে

আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই

যত ভালোবাসা পৃথীবিতে আছে

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

সূর্য বুকে আছে যত টা আলো

তারো বেশি তোমাকে বেসেছি ভালো

রাত যত ভরে থাক আধার কালো

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

একটিও পলক একাকি তুমি হিনা

চেনা চেনা লাগে সবিই অচেনা

ও..রাত যত ভরে থাক আধার কালো

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

চোখ মেললে দেখি তোমাকে

চোখ বুজলে পাই আরো কাছে

আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই

যত ভালোবাসা পৃথীবিতে আছে

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায়না

ও আমার প্রাণ পাখি ময়না

Thank You

المزيد من Shafiq Tuhin

عرض الجميعlogo

قد يعجبك