huatong
huatong
shah-abdul-karim--cover-image

বন্ধে মায়া লাগাইছে

Shah Abdul Karimhuatong
grancanaria1huatong
الكلمات
التسجيلات
মায়া লাগাইছে

পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

মায়া লাগাইছে

পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায়

আগেতো জানিনা বন্ধের

পিরিতির জ্বালা

বসে ভাবি নিরালায়

আগেতো জানিনা বন্ধের

পিরিতির জ্বালা

হায়গো ইটের বাটায় কয়লা দিয়ে

আগুন জ্বালাইছে

হায়গো ইটের বাটায় কয়লা দিয়ে

আগুন জ্বালাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

আমি কি বলিবো আর

বিচ্ছেদের আগুনে পুড়ে

কলিজা আঙ্গার

আমি কি বলিবো আর

বিচ্ছেদের আগনে পুড়ে

কলিজা আঙ্গার

হায়গো প্রাণ বন্ধের পিরীতে

আমায় পাগল করেছে

হায়গো প্রাণ বন্ধের পিরীতে

আমায় পাগল করেছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্দে

মায়া লাগাইছে

পাগল আব্দুল করিমে কয়

ভূলিতে পারিনা

আমার মনে যারে চায়

পাগল আব্দুল করিমে কয়

ভূলিতে পারিনা

আমার মনে যারে চায়

হায়গো কূলনাশা পিরীতের নেশায়

কুল ও মান গেছে

হায়গো কূলনাশা পিরীতের নেশায়

কুল ও মান গেছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্দে

মায়া লাগাইছে

মায়া লাগাইছে

পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে

মায়া লাগাইছে

ধন্যবাদ সবাইকে

المزيد من Shah Abdul Karim

عرض الجميعlogo

قد يعجبك