huatong
huatong
avatar

Keno Piriti Baraila

Shah Abdul Karimhuatong
Forhad99🇧🇩BDSShuatong
الكلمات
التسجيلات

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিবো তোর মন

কেমনে রাখিবো তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার

বাদী কাল ননদী

পাড়া পড়শী বাদী আমার

বাদী কাল ননদী

মরম জালা সইতে নারি

মরম জালা সইতে নারি

দিবানিশি কাঁদিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

করে কী বলিব আমি

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদীরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাগল আবদুল করিম বলে

হলো এ কী ব্যাধি

পাগল আৰদুল করিম বলে

হলো এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

তুমি বিনে এ ভুবনে

কে আছে ঔষধি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিবো তোর মন

কেমনে রাখিবো তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

ধন্যবাদ

المزيد من Shah Abdul Karim

عرض الجميعlogo

قد يعجبك