huatong
huatong
shah-abdul-karim-kun-mestori-nao-banaise-cover-image

Kun Mestori Nao Banaise

Shah Abdul Karimhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
الكلمات
التسجيلات
কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

চন্দ্র-সুর্য বান্ধা আছে নায়েরই আগায়

চন্দ্র-সুর্য বান্ধা আছে নায়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়

দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

হারা জিতা চুবের বেলা, কার পানে কে চায়

হারা জিতা চুবের বেলা, কার পানে কে চায়

মদন মাঝি বড় পাজি, কত নাও ডুবায়

মদন মাঝি বড় পাজি, কত নাও ডুবায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়

বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়

কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়

ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলোরে

কোন মিস্তরি নাও বানাইলোরে

কোন মিস্তরি নাও বানাইলোরে

কোন মিস্তরি নাও বানাইলোরে

Arranged by Shydur Rahman

المزيد من Shah Abdul Karim

عرض الجميعlogo

قد يعجبك