huatong
huatong
avatar

Ek Jibone Eto Prem

shahid/Shuvomitahuatong
starsoft1huatong
الكلمات
التسجيلات
ওহো এহে এহে

তুমি আমি কাছাকাছি, আছি বলেই

এ জীবন হয়েছে মধুময়

যদি তুমি দূরে কভু যাও চলে

শুধু মরণ হবে আর কিছু নয়

তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়?

এক জীবনে এত প্রেম পাবো কোথায়?

তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়?

এক জীবনে এত প্রেম পাবো কোথায়?

তোমারই পরশে ভালোবাসা

আসে মনেরই আঙ্গিনায়

নয়ন ভরে দেখি তোমায়

তবু বুঝি দেখার শেষ নাই?

তোমারই পরশে ভালোবাসা

আসে মনেরই আঙ্গিনায়

নয়ন ভরে দেখি তোমায়

তবু বুঝি দেখার শেষ নাই?

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়?

এক জীবনে এত প্রেম পাব কোথায়?

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়?

এক জীবনে এত প্রেম পাব কোথায়?

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দুজনে একসাথে ভেসে যাই

ভেসে ভেসে ভালোবেসে

সারা জীবন বাঁচতে চাই

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দুজনে একসাথে ভেসে যাই

ভেসে ভেসে ভালোবেসে

সারাটা জীবন বাঁচতে চাই

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়?

এক জীবনে এত প্রেম পাব কোথায়?

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়?

এক জীবনে এত প্রেম পাব কোথায়?

المزيد من shahid/Shuvomita

عرض الجميعlogo

قد يعجبك

Ek Jibone Eto Prem لـ shahid/Shuvomita - الكلمات والمقاطع