huatong
huatong
avatar

তুমি যাবে পরের বাড়ি

Shahin Sultana mim/Gogon Sakibhuatong
prepmn17huatong
الكلمات
التسجيلات
তুমি যাবে পরের সাথে আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরবো এ শহর

তবে কেন অন্যের সাথে কাটালে প্রহর

ইচ্ছে ছিল তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর

তবে কেন অন্যের সাথে কাটালে প্রহর

মিথ্যে হাসি মিথ্যে মায়ার প্রমান দিলে আজ

তুমি আজ সেজেছো হায় নতুন কোন সাজ

তুমি যাবে পরের সাথে আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

তুমি যাবে পরের বাড়ি আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

নতুন ঘরে যাবে বলে পড়েছো লাল শাড়ি

কত সৃতি দুজনার তুমি ভুলে গেছো কি

মিথ্যে খুশির আড়ালে আজ বুক ফাঁটা কান্না

হও সুখী তুমি এটাই করি প্রার্থনা

মিথ্যে হাসির আড়ালে আজ বুক ফাঁটা কান্না

হও সুখী তুমি এটাই করি প্রার্থনা

তুমি যাবে পরের সাথে আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

তুমি যাবে পরের বাড়ি আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

তুমি যাবে পরের সাথে আমায় ফেলে রে একা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

হবে আমার আত্মাহত্যা এটাই শেষ দেখা

المزيد من Shahin Sultana mim/Gogon Sakib

عرض الجميعlogo

قد يعجبك