huatong
huatong
shahnaz-rahmatullah--cover-image

সাগরের তীর থেকে

Shahnaz Rahmatullahhuatong
monica.babuhuatong
الكلمات
التسجيلات
সাগরের তীর থেকে

আর্টিস্টঃ শাহ্‌নাজ রহমতউল্লাহ্‌

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে…

আকাশের নীল থেকে তারার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে।।

সাগরের তীর থেকে

সবি যে মধুর লাগে অনুভবে হিয়া জাগে

গোপন স্বপন গুলো জীবনের দিশা পেলো

আমারো পরানো বীনা সুরে সুরে বেজে যায়।

আমারো পরানো বীনা সুরে সুরে বেজে যায়।

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে…

আকাশের নীল থেকে তারার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে।।

সাগরের তীর থেকে

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ

কাজল কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি

তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।

তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে…

আকাশের নীল থেকে তারার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে।।

সাগরের তীর থেকে

Thank you

المزيد من Shahnaz Rahmatullah

عرض الجميعlogo

قد يعجبك