huatong
huatong
shakib-khan--cover-image

কি পিরিত শিখাইলা

Shakib khanhuatong
rosieisadoghuatong
الكلمات
التسجيلات
কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা

পিঞ্জিরারো পাখিটায় দিবানিশি ছটফটায়

একনজর না দেখলে তোমায় বাঁচিনা...

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা

পিঞ্জিরারো পাখিটায় দিবানিশি ছটফটায়

একনজর না দেখলে তোমায় বাঁচিনা..

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা..

বাঁশীর চাই গো মিষ্টি সুর

ঢোলের চাই গো তাল

আমি তোমার প্রেম ভিখারী

পিরিতের কাঙ্গাল গো

পিরিতের কাঙাল

সোনা চাই না চান্দি চাই না ভালবাসা চাই

মরণেরও পরে যেনো তোমায় কাছে পাই গো

তোমায় কাছে পাই

এই দুনিয়া ছাড়তে পারি....

এই দুনিয়া ছাড়তে পারি

তোমায় ছাড়ব না

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা..

বুকের ভেতর পরাণ আছে তার ভিতরে তুমি

নয়নে বসাইয়া তোমায় স্বপ্ন দেখি আমি গো

স্বপ্ন দেখি আমি

তোমার মুখের মিষ্টি হাসি বড়ই ভালবাসি

তাই তো আমি পাগল হইয়া তোমার কাছে আসি গো

তোমার কাছে আসি

কি জাদু করিয়া আমায়...

কি জাদু করিয়া আমায়

করলা দিওয়ানা...

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা

পিঞ্জিরারো পাখিটায় দিবানিশি ছটফটায়

এক নজর না দেখলে তোমায় বাঁচিনা..

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা

পিঞ্জিরারো পাখিটায় দিবানিশি ছটফটায়

এক নজর না দেখলে তোমায় বাঁচিনা..

কি পিরিত শিখাইলা

কি আগুন লাগাইলা

এখন আমি ঘরে থাকতে পারিনা...

المزيد من Shakib khan

عرض الجميعlogo

قد يعجبك