huatong
huatong
avatar

Duti Mone Lege Geche Jora

Shakib khanhuatong
themanoo1huatong
الكلمات
التسجيلات
মেয়ে: রু...রু...রু..রু রু

লা...লা... লা...লা... লা

দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

মেয়ে: হৃদয়ে তোমার আমি

বসতি গড়ে..

মন চায়,চিরদিনই থাকি...

বুকটা খোদাই করে, রক্ত দিয়ে

এ বুকে তোমার ছবি আঁকি

ছেলে: হৃদয়ে তোমার আমি

বসতি গড়ে..

মন চায়,চিরদিনই থাকি...

বুকটা খোদাই করে,রক্ত দিয়ে

এ বুকে তোমার,ছবি আঁকি

মেয়ে: এতো প্রেম নয়,ফুলেরই বাগান

তুমি যে প্রাণের ফুলোও তোড়া

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া..

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

মেয়ে: ছোট্ট জীবন আর

এতো বড়ো প্রেম

ফুরাবেনা,এ জীবনে জানি

ওপারে গিয়ে আমি,আবারও তোমায়

নেবো যে আমার কাছে টানি

ছেলে: ছোট্ট জীবন আর

এতো বড়ো প্রেম

ফুরাবেনা,এ জীবনে জানি

ওপারে গিয়ে আমি,আবারও তোমায়

নেবো যে আমার,কাছে টানি

মেয়ে: তোমারই প্রেমের

রাঙতা পাতায়

আমারই জীবন যেন মোড়া

দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া..

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

সমাপ্ত

المزيد من Shakib khan

عرض الجميعlogo

قد يعجبك