huatong
huatong
avatar

কেমন আছেন বিয়ান সাহেব

Sharif Uddinhuatong
softballqty4u292huatong
الكلمات
التسجيلات
কেমন আছেন বিয়ান সাহেব আসসালা মুয়ালাইকুম

রাতে আমার হয়না ঘুম কেমন আছেন

ভালো নাই গো বিয়ায় সাহেব আসসলা মুয়ালাইকুম

আমারো যে হয়না ঘুম কেমন আছেন

কেমন আছেন বিয়ান সাহেব আসসালা মুয়ালাইকুম

রাইতে আমার হয়না ঘুম কেমন আছেন

ও..কেন যেনো বুকে আগুন জলে দিবানিশি

বিয়ায় জলে দিবানিশি

ও..কেমন করে বোঝায় বিয়ান কতো ভালোবাসি

আপনায় কতো ভালোবাসি

ঘুমের ঘরে সপ্নে দেখি আমার গালে দিছেন চুম

চুপি চুপি

হায়রে,চুপি চুপি বলেন

বিয়ায় লোকে শুনলে হবো খুন

তাইতো আমার হয়না ঘুম

বুঝতিয়াছেন

কেমন আছেন বিয়ান সাহেব আসসালা মুয়ালাইকুম

রাইতে আমার হয়না ঘুৃম কেমন আছেন

plz like common and flow me

ও...কি কথা শোনালেন বিয়ায় সরমে যায় মরি

আমি সরমে যায় মরি

ও...লজ্জা সরম ছাইড়া

বিয়ান আইসেন আমার বাড়ি

আপনি আইসেন আমার বাড়ি

নিশি রাইতে গোপনেতে খোলা রাখবো আমার রুম

আস্তে আস্তে

অই আস্তে আস্তে বলেন বিয়ায়

আপনার বাড়ি আমার বোন

পাহারায় আছে সারাক্ষন

বুজতেয়াছেন

কি শুনাইলেন বিয়ান সাহেব

ভাবি শুনলে করবে খুন

রাইতে আমার হবে ধুম, কেটে পড়েন

বুজতেয়াছেন

এই কেটে পড়েন

এই বুজতেয়াছেন.....

المزيد من Sharif Uddin

عرض الجميعlogo

قد يعجبك

কেমন আছেন বিয়ান সাহেব لـ Sharif Uddin - الكلمات والمقاطع