huatong
huatong
shayan-chowdhury-arnob--cover-image

আমার সোনার ময়না পাখি

Shayan Chowdhury Arnobhuatong
snyderreportinghuatong
الكلمات
التسجيلات
আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মনও চায়ও রে

বাইন্ধা তোরে রাখি রে

আমার সোনার ময়না পাখি

দেহ দিছি প্রাণও রে দিছি

আর নাই কিছু বাকী

সজন ফুলের বসন দিয়া রে...

অঙ্গে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন ও যাবার কালে রে.

পাখি রে......

এ জীবন ও যাবার কালে রে...

একবার যেন দেখি রে...

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

المزيد من Shayan Chowdhury Arnob

عرض الجميعlogo

قد يعجبك