logo

তুমি কই তুমি কই Tumi Koi Tumi koi

logo
الكلمات
তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

এই কথা আমি ছাড়া

আর কেউ না যেন জানে

তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

এই কথা আমি ছাড়া

আর কেউ না যেন জানে

এই ভূবনে শুধু তোমাকে

আমি বিশ্বাস করেছি

শেষ নিঃশ্বাস দেবো তোমায়

তাই হাতটি ধরেছি

এই ভূবনে শুধু তোমাকে

আমি বিশ্বাস করেছি

শেষ নিঃশ্বাস দেবো তোমায়

তাই হাতটি ধরেছি

আমি আমায় যাই যে ভূলে

প্রিয়া চাইলে তোমার পাণে

তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

তুমি কই তুমি কই

তোমার বুকের মধ্যখানে

এই কথা আমি ছাড়া

আর কেউ না যেন জানে

তুমি কই তুমি কই Tumi Koi Tumi koi لـ Shiekh Sadi - الكلمات والمقاطع