huatong
huatong
shifat-onuvobe-cover-image

Onuvobe

Shifathuatong
mlexferrarohuatong
الكلمات
التسجيلات
বদ্ধ দেয়ালে জমানো বাতাসে

মোড়ানো কাগজে হাহাকার খুঁজে পাই

ভাঙানো ক্ষণেতে মানানো মনেতে

ভেজানো চোখেতে তোমাতে হারাই

জানি আমি জানি আমি

থাকো তুমি পাশাপাশি

জানি আমি জানি আমি

আছো তুমি কাছাকাছি

চলো চলে যাই

দুজনে হারাই

তোমাকে সাজাই

অনুভবে

রাতের আধারে সে নিয়ন পোকাতে

খুঁজেছি তোমায় বারেবার

আমার শরীরে তোমারই আঘাতে

পুড়ে হয়েছি ছারখার

জানি আমি জানি আমি

তুমি বহু আছো দূরে

জানি আমি জানি আমি

আমার সময় গেছে ফুরে

মনে পড়েনা

খুঁজে পাবোনা

তোমাকে আমি

এ শহরে

জানি আমি জানি আমি

থাকো তুমি পাশাপাশি

জানি আমি জানি আমি

আছো তুমি কাছাকাছি

চলো চলে যাই

দুজনে হারাই

তোমাকে সাজাই

অনুভবে

المزيد من Shifat

عرض الجميعlogo

قد يعجبك