huatong
huatong
avatar

Laalmatir Sarane HQ Soumya

Shilajit Majumderhuatong
SOUMY🅰️💠SⓂ️G💠huatong
الكلمات
التسجيلات
লাল মাটির সরানে,

মন আমার রইল পড়ে জাম বনে আর

নদীর পাশে নীল আকাশে

সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি

বীরভূমের বিটি লো,

বলনা কি সাধ মিটিলো

বীরভূমের বিটি লো,

বলনা কি সাধ মিটিলো

না পেলি আমাকে

আর তোকেও আমি পেলামনা

ঝড়ে আম কুড়োয়

এখনো কোন দস্যি ছেলে

ঝড়ে আম কুড়োয়

এখনো কোন দস্যি ছেলে

আমার আর রাখাল সাজা হলোনা..

লাল মাটির সরানে

##Track arranged by Soumya##

লাল মাটির সরানে,

পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো

ফিরে যেতে চাই বারে বারে

ডাকছে আমার ইচ্ছেগুলো

লাল মাটির সরানে,

পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো

ফিরে যেতে চাই বারে বারে

ডাকছে আমার ইচ্ছেগুলো

গেঁয়ো নদী ডাকছে আমায়

বুকের ভেতর কান্না পাথর

গেঁয়ো নদী ডাকছে.....

গেঁয়ো নদী ডাকছে আমায়

বুকের ভেতর কান্না পাথর

আমার আর রাখাল সাজা হল না..

লাল মাটির সরানে।

##Track arranged by Soumya##

জামবনে দোলনা-খানা ঝুলছে ফাঁকা

কষা জাম বেগুনি জিভ,

নুনের মোড়ক

জামবনে দোলনা-খানা ঝুলছে ফাঁকা

কষা জাম বেগুনি জিভ,

নুনের মোড়ক

কিশোরীর গেঁয়ো দুচোখ হিংসে মাখা

তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি

আম আঁটির ভেঁপু বাজায়

এখনও কোন দস্যি ছেলে

আম আঁটির ভেঁপু..

আম আঁটির ভেঁপু বাজায়

এখনও কোন দস্যি ছেলে

গধূলির গন্ধে আমায় ডাকিসনে লো

আমার আর রাখাল সাজা হবে না..

লাল মাটির সরানে,

##Track arranged by Soumya##

লাল মাটির সরানে,

মন আমার রইল পড়ে জাম বনে আর

নদীর পাশে নীল আকাশে

সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি।

المزيد من Shilajit Majumder

عرض الجميعlogo

قد يعجبك