huatong
huatong
avatar

Pagol

Shilajit Majumderhuatong
সাগর_পিয়াসীhuatong
الكلمات
التسجيلات
দুই এক প্যাকেট কাজুবাদাম

দু - তিন কিলো চিনি

সময় মতো সন্ধ্যা হলে...

হুম.....

দুই এক প্যাকেট কাজুবাদাম...

দুই এক প্যাকেট কাজুবাদাম

দু - তিন কিলো চিনি

সময় মতো সন্ধ্যা হলে

সব শালাকে চিনি...

পাগল....

পাগল কে না পাগল

পাগল...

দুচার ডজন বিকেল

আর একটা দুটো বোকা

বিকেলবেলা ভৈরবীতে

আঙুর খেতে পোকা

পোকার ভেতর পেরেক পেরেক

ক্যালেন্ডারের সাথী

এক পেয়ালায় বরফ ভাসে

ভাসছে সঙ্গীসাথী...

সাথীর বাবার বিয়ে

মাথায় টোপর না দিয়ে

ফুলশয্যার আগে কেনো

ঝগড়া মায়ে ঝি এ....

যাহ...

সাথীর বাবার বিয়ে

মাথায় টোপর না দিয়ে

সাথীর বাবার বিয়ে

মাথায় টোপর না দিয়ে

ফুলশয্যার আগে কেনো

ঝগড়া মায়ে ঝি এ

রে ঝগড়া মায়ে ঝি এ

রে ঝগড়া মায়ে ঝি এ...

আহা কি আনন্দ আকাশে বাতাসে...

আহা কি আনন্দ আকাশে বাতাসে...

সাথীর বাবার বিয়ে

মাথায় টোপর না দিয়ে

ফুলশয্যার আগে কেনো

ঝগড়া মায়ে ঝি এ

ঝি এর বাবার জ্বর কতো

পুড়িয়ে কাঠ - খড়

কাঠুরেদের সঙ্গে থাকার মাঠের ওপর ঘর...

ঘরের খবর রাখে কে??

বারান্দা না দালাল

হ্যা??

ঘরের খবর রাখে কে??

বারান্দা না দালাল

দালাল বাবুর রক্তে মিশে

ব্যস্ত হাসপাতাল

বলে পাগল.....

পাগল কে না পাগল...

পাগল কে না পাগল...

পাতালপুরীর ভেতর

বয়াম ভর্তি আতর(X2)

আতর মেখে হচ্ছে বড়ো

মা - মাসিমার গতর...

গতর খাটায় মুটে যতো

রাত্রিবেলা জুটে

আর কয়েক কিলো পেঁপের রস

পিঁপড়ে খেলো খুঁটে...

খুঁটে খাচ্ছে কে??

মুরগী না তোর মালিক

আমার মাথা ধূসর জিনিস

খাচ্ছে খুঁটে শালিক...

শালিক কি তোর জামায়

না শালার ভাইয়ের শালা

আর রোজ রোজ তোর অফিস কামাই

পালা বন্ধু

পালা... পালা....

আসছে তেড়ে বাড়িয়ে গলা....

পালা...পালা....

পালা, পালিয়ে হ পাগল

তারপর আমার সাথে মেশ

দুজন মিলে চাঁদ চাটবো

হেঁসেখোন সন্দেশ

তারপর দুজনমিলে মিশে,

নেবো রাজভবনটা কিনে(X2)

আর ডিনার দেবো গ্র্যান্ড হোটেলে

সাংবাদিকদের এনে....

ধূসর ঘাসের ককটেলে সব

চমকে যাবে পিলে,

আর তোরে আমার ছবি ছাপবে

আগেরদিন বিকেলে...

সেই ছাপার কালি খাবো...

তারপর খেয়ে মাতাল হবো (X2)

আর মাতাল হয়ে, খেজুর গাছে

ফুলে ফুলে গা ছোঁবো...

আর ছুঁয়ে শুয়ে পড়ে...

আর ছুঁয়ে শুয়ে পড়ে

গুনবো একশো থেকে পাঁচ

আর বলবো পাগল ছাড়া

শালা বাঁচবি কারা বাঁচ....

বলে পাগল....

পাগল কে না পাগল........

المزيد من Shilajit Majumder

عرض الجميعlogo

قد يعجبك

Pagol لـ Shilajit Majumder - الكلمات والمقاطع