huatong
huatong
shironamhin-bondho-janala-cover-image

Bondho_Janala

Shironamhinhuatong
🎸🎶🎧ıʂɧɬıąզųɛ🎶🎧🎸☣️huatong
الكلمات
التسجيلات
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূর

অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর

আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা...

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়

যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়

সারা বেলা বন্ধ জানালা...

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়

সারা বেলা বন্ধ জানালা...

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূর

অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর

আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা...

المزيد من Shironamhin

عرض الجميعlogo

قد يعجبك