তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো, যত দুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো, যত দুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
নীড়ে কি থাকে পাখি
আকাশ ডাকে যদি
সাগরে ছুটে যাবেই নদী
নীড়ে কি থাকে পাখি
আকাশ ডাকে যদি
সাগরে ছুটে যাবেই নদী
জানি আমার কাছে আসবেই
চেনা পথ ধরে
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো, যত দুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
মেঘের আড়ালে জ্বলে
হাজার তারার আলো
আমাকে জানি বাসো ভালো
মেঘের আড়ালে জ্বলে
হাজার তারার আলো
আমাকে জানি বাসো ভালো
তুমি চাঁদের মতো হাসবে
আমার আকাশ জুড়ে
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো, যত দুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে
তোমাকে আসতেই হবে
যেখানেই থাকো, যত দুরে
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে