জীবন কাহিনীর অধ্যায়
প্রতিটি জীবনের গল্পে
কেউ না কেউ নিখোঁজ
M সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি
ঘরে বাইরে ধর পড়াইয়া হইলাম উদাসিনি
F সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি
ঘরে বাইরে ধর পড়াইয়া হইলাম উদাসিনি
তুই বিহনে..আসেনা ঘুম
সহেনা মন..এ জালাতন
F তুই যে আমার চোখের মনি
তুই যে আমার চোখের মনি
M সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি
M+F ঘরে বাইরে ধর পড়াইয়া হইলাম উদাসিনি
M তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনিই
তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী
তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী
M দিন দুনিয়া.. তোরে লইয়া
রইয়া রইয়া কান্দে মন
F ভালোবাসা বুঝি এমনি
ও.. ভালোবাসা বুঝি এমনি
F তোরে ছাড়া কাটেনা দিন কাটেনা রজনী
কোন কারনে ভুইলা রইলি প্রেনের সজনী
M তোরে ছাড়া কাটেনা দিন কাটেনা রজনী
কোন কারনে ভুইলা রইলি প্রানের সজনী
F তুই বিহনে..আসেনা ঘুম
সহেনা মন এই জালাতন
M তুই যে আমার চোখের মনি
এই দু চোখের মনি
F সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি
ঘরে বাইরে ধর পড়াইয়া হইলাম উদাসিনি
M তুই বিহনে..আসেনা ঘুম
সহেনা মন এ জালাতন
F তুই যে আমার চোখের মনি
তুই যে আমার চোখের মনি
M সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি
M+F ঘরে বাইরে ধর পড়াইয়া হইলাম উদাসিনি