huatong
huatong
avatar

Dekheja ree Rudrani maa/দেখে যারে রুদ্রাণী মা,কাজী নজরুল ইসলাম,সবুজ মনের শ্যামা বরন...

SMA's Music Library..huatong
Toton_SMA🎼🌱huatong
الكلمات
التسجيلات
সবুজ মনের শ্যামা বরন...

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী

শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্মশান মাঝে শিব-দুলালী...

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম

আজ শান্ত সিন্ধু তীরে

অশান্ত ঝড় থেমেছে রে,

শান্ত সিন্ধু তীরে

অশান্ত ঝড় থেমেছে রে,

মা’র কালো রূপ উপ্চে পড়ে

মা’র কালো রূপ উপ্চে পড়ে

ছাপিয়ে ভুবন গগন-ডালি॥

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

কারাওকে ট্র‍্যাক আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

আজ অভয়ার ওষ্ঠে জাগে

শুভ্র করুণ শান্ত হাসি,

আনন্দে তাই বসন ফেলি’

মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি,

আজ অভয়ার ওষ্ঠে জাগে

শুভ্র করুণ শান্ত হাসি,

আনন্দে তাই বসন ফেলি’

মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি,

ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন

মায়ের কোলে শিশুর মতন,

ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন

মায়ের কোলে শিশুর মতন,

পায়ের লোভে মনের বনে

পায়ের লোভে মনের বনে

ফুল ফুটেছে পাঁচমিশালি॥

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্মশান মাঝে শিব-দুলালী॥

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ

রুদ্রাণী মা

সেজেছে আজ ভদ্রকালী।

المزيد من SMA's Music Library..

عرض الجميعlogo

قد يعجبك