জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
তুমি ভাল থেকো
তুমি সুখে থেকো
এই শুভ কামনা আমার..
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
এই মনে কি জালা কেউ জানেনা
দুচোখে শ্রাবণ ধারা কেউ দেখেনা
হো মন নিয়ে যে খেলা খেলেছো তুমি
সে খেলায় পরাজয় মেনেছি আমি
দিয়না অভিযোগ,
করে যাই অনুরোধ
এই ছিল ভাগ্য আমার
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
ভালবেসে ঘর বাধা আর হলো না
এ জীবন পেল শুধু মিছে ছলনা
এই হৃদয়ে একজনি ছিল এতো দিন
সেই আছে থাকবে সে জানি চিরদিন
ভেংগে গেছে অন্তর
ভেংগেছে খেলা ঘর
সপ্ন ভেংগেছে আমার....
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
জার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
যখনি তোমাকে দেখেছি দুচোখে
লা লা লা লালালা
যখনি তোমাকে দেখেছি দুচোখে
লা লা ল লা লালা
সারা বেলা সারা সন্ধ্যা সকাল
লা লা লা লা....
লা লা লা লা....
যখনি তোমাকে দেখেছি দুচোখে
যখনি তোমাকে দেখেছি দুচোখে
সারা বেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
-----------------------------
====thanks====