huatong
huatong
avatar

যে রাজার রাণী নাই

sohaghuatong
🧿-আর্ক-🧿huatong
الكلمات
التسجيلات
....যে রাজার রাণী নাই....

....ব্যান্ডঃ ধোয়া....

...আপলোডঃ সোহাগ (আর্ক)...

...সোনামণি'র সোহাগ...

...ফেসবুকঃ পাগলা মানুষ...

এস,এম আইডিঃ ?-জেমস-?

ব্রিজের তলায় নরম মাটি

কাগজ দিয়া বানাইয়া পাটি।

ব্রিজের তলায় নরম মাটি

কাগজ দিয়া বানাইয়া পাটি।

রাজার বেশে বইসা থাকি

রানি পাশে নাই।

*যে রাজার রানি নাই

সে রাজায় গাঁজা খায়।

যে রাজার রানি নাই

সে রাজায় ঝিমায়।

...সোনামণি'র সোহাগ...

*জ্বালাও আগুন পুড়ে যাক ঠোঁট

নিকোটিনের ধোঁয়ায় বিষাক্ত বুক,

*জ্বালাও আগুন পুড়ে যাক ঠোঁট

নিকোটিনের ধোঁয়ায় বিষাক্ত বুক,

রাস্তার ধারে চায়ের দোকানে

রাস্তার ধারে চায়ের দোকানে

ঠোঁট পোড়ায়ে বোকাটা শান্তি পায়।

প্রতি এলাকার অলি-গলি রাস্তায়

ধরছে আগুন দেখো ঘুরছে নিমাই।

প্রতি এলাকার অলি-গলি রাস্তায়

কয়েকটা পাগলা ঝিমায়।

..সোনামণি'র সোহাগ..

?-জেমস-?

ফেসবুক সার্চঃ পাগলা মানুষ

*যেইদিন তোমার দেখা নাই

সেইদিন আমি ঝিমাই।

যেইদিন তোমার দেখা নাই

সে রাতে ঘুম নাই।

যেদিন রাণীর দেখা নাই

সেদিন রাজায় গাঁজা খায়।

রাজার এখন গাঁজায় চলে

রাণী টা টা গুড বাই।

রাজার এখন গাঁজায় চলে

রাণী টা টা গুড বাই

*যে রাজার রানি নাই

সে রাজায় গাঁজা খায়।

যে রাজার রানি নাই

সে রাজায় ঝিমায়।

*যে রাজার রানি নাই

সে রাজায় গাঁজা খায়।

যে রাজার রানি নাই

সে রাজায় ঝিমায়।

...সোনামণি'র সোহাগ...

المزيد من sohag

عرض الجميعlogo

قد يعجبك