huatong
huatong
avatar

Tare bholano gelo na kichhute (bengali)

S.pathakhuatong
💫💦𝕊𝔸ℕ𝕁𝔸𝕐💫ℙ𝔸𝕋ℍ𝔸𝕂💦💫huatong
الكلمات
التسجيلات
তারে ভোলানো গেল না কিছুতে

তারে ভোলানো গেল না কিছুতে

ভুল দিয়ে ভালোবাসা দিয়ে

ভুল দিয়ে ভালোবাসা দিয়ে

বিষের পরশ দিয়ে

ভোলানো গেল না কিছুতে

তারে ভোলানো গেল না কিছুতে

তারে

***************

ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না

সব কিছু ভুলে যেতে ভুলে যেও না

ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না

সব কিছু ভুলে যেতে ভুলে যেও না

ফিরবার পথ নেই তবু আজ কেন​

মরে যাওয়া গেল না যে কিছুতে

তারে ভোলানো গেল না কিছুতে

তারে

******************

যার নাম নিতে চোখে জল এসে যায়

তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়

যার নাম নিতে চোখে জল এসে যায়

তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়

চোখ মুছে ফেললেও মন থেকে তারে

মুছে ফেলা গেল না কিছুতে

তারে ভোলানো গেল না কিছুতে

ভুল দিয়ে ভালোবাসা দিয়ে

ভুল দিয়ে ভালোবাসা দিয়ে

বিষের পরশ দিয়ে

ভোলানো গেল না কিছুতে

তারে ভোলানো গেল না কিছুতে

তারে

المزيد من S.pathak

عرض الجميعlogo

قد يعجبك