huatong
huatong
avatar

Amar Sarata Din Meghla Akash Bristi Tomake Di

Srikanto Acharyahuatong
msalmeida11huatong
الكلمات
التسجيلات
আমার সারাটা দিন মেঘলা আকাশ

বৃষ্টি তোমাকে দিলাম

আমার সারাটা দিন মেঘলা আকাশ

বৃষ্টি তোমাকে দিলাম

শুধু শ্রাবন সন্ধ্যাটুকু

তোমার কাছে চেয়ে নিলাম

আমার সারাটা দিন মেঘলা আকাশ,

বৃষ্টি তোমাকে দিলাম

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি,

বাতাসের বাঁশিতে কান পেতে থাকি

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি,

বাতাসের বাঁশিতে কান পেতে থাকি

তাকেই কাছে ডেকে,

মনের আঙ্গিনা থেকে,

বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম

আমার সারাটা দিন মেঘলা আকাশ,

বৃষ্টি তোমাকে দিলাম

তোমার হাতেই হোক রাত্রি রচনা,

এ আমার স্বপ্ন সুখের ভাবনা

তোমার হাতেই হোক রাত্রি রচনা,

এ আমার স্বপ্ন সুখের ভাবনা

চেয়েছি পেতে যাকে,

চাইনা হারাতে তাকে,

বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম...

আমার সারাটা দিন মেঘলা আকাশ,

বৃষ্টি তোমাকে দিলাম

শুধু শ্রাবন সন্ধ্যাটুকু

তোমার কাছে চেয়ে নিলাম

আমার সারাটা দিন মেঘলা আকাশ,

বৃষ্টি তোমাকে দিলাম

المزيد من Srikanto Acharya

عرض الجميعlogo

قد يعجبك

Amar Sarata Din Meghla Akash Bristi Tomake Di لـ Srikanto Acharya - الكلمات والمقاطع