huatong
huatong
subho--cover-image

কৃষ্ণকলি- জটিলেশ্বর মুখোপাধ্যায়

Subhohuatong
logout.huatong
الكلمات
التسجيلات
রবীন্দ্র সঙ্গীত

রাগঃ কীর্তন

তালঃ অর্ধঝাঁপ

শিল্পিঃ জটিলেশ্বর মুখোপাধ্যায়

অনুরোধঃ চন্দ্রবিন্দু মিউজিক বিডি (CBM FAMILY)

আপলোডঃ শুভ (MMS FAMILY)

কৃষ্ণকলি আমি তারেই বলি

কালো তারে বলে গাঁয়ের লোক

মেঘলা দিনে দেখেছিলেম মাঠে

কালো মেয়ের কালো হরিণ চোঁখ

ঘোমটা মাথায় ছিলো না তার মোটে

মুক্তবেণী পিঠের পরে লোটে

কালো?

তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোঁখ

কৃষ্ণকলি আমি তারেই বলি।।

মিউজিক...

ঘন মেঘে আঁধার হলো দেখে

ডাকতেছিল শ্যামল দুটি গাই

শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে

কুটির হতে ত্রস্ত এলো তাই

আকাশ পানে হানি যুগল ভুরু

শুনলে বারেক মেঘের গুরুগুরু

কালো?

তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোঁখ

কৃষ্ণকলি আমি তারেই বলি।।

মিউজিক...

পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে

ধানের ক্ষেতে খেলিয়ে গেলো ঢেউ

আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা

মাঠের মাঝে আর ছিলো না কেউ

আমার পানে দেখলে কি না চেয়ে

আমি জানি আর জানে সেই মেয়ে

কালো?

তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোঁখ

কৃষ্ণকলি আমি তারেই বলি।।

মিউজিক...

এমনি করে কালো কাজল মেঘ

জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে

এমনি করে কালো কোমল ছায়া

আষাঢ় মাসে নামে তমাল বনে

এমনি করে শ্রাবণ রজনীতে

হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে

কালো?

তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোঁখ

কৃষ্ণকলি আমি তারেই বলি

কৃষ্ণকলি আমি তারেই বলি

আর যা বলে বলুক অন্য লোক

দেখেছিলেম ময়না পাড়ার মাঠে

ও কালো মেয়ের কালো হরিণ চোঁখ

মাথার পরে দেয়নি তুলে বাস

লজ্জা পাবার পায়নি অবকাশ

কালো?

তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ চোঁখ

কৃষ্ণকলি আমি তারেই বলি।।

ধন্যবাদ।

المزيد من Subho

عرض الجميعlogo

قد يعجبك