huatong
huatong
avatar

ও আমার উড়াল পঙ্খী রে O Amar Ural Ponkhi Re

Subir Nandihuatong
nessasbeennghtyhuatong
الكلمات
التسجيلات

ও আমার উড়াল পঙ্খী রে...

যা যা তুই উড়াল দিয়া যা

আমি থাকব মাটির ভরে,

আমার চোক্ষে বৃষ্টি পড়ে

আমি থাকব মাটির ভরে,

আমার চোক্ষে বৃষ্টি পড়ে

তোর হইবে মেঘের উপরে বাসা।

ও আমার উড়াল পঙ্খী রে...

যা যা তুই উড়াল দিয়া যা

আমার মনে বেজায় কষ্ট হো....

আমার মনে বেজায় কষ্ট

সেই কষ্ট ইইল পষ্ট

আমার মনে বেজায় কষ্ট

সেই কষ্ট ইইল পষ্ট

দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা

তোর হইল মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খী রে..

যা যা তুই উড়াল দিয়া যা

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো

সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখো

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো

সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখো

মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা

মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা।

ও আমার উড়াল পঙ্খী রে.....

যা যা তুই উড়াল দিয়া যা

আমি থাকব মাটির ভরে

আমার চোক্ষে বৃষ্টি পড়ে,

আমি থাকব মাটির ভরে

আমার চোক্ষে বৃষ্টি পড়ে,

তোর হইবে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খী রে.....

যা যা তুই উড়াল দিয়া যা

ও আমার উড়াল পঙ্খী রে.....

যা যা তুই উড়াল দিয়া যা

ও আমার উড়াল পঙ্খী রে.....

যা যা তুই উড়াল দিয়া যা

المزيد من Subir Nandi

عرض الجميعlogo

قد يعجبك

ও আমার উড়াল পঙ্খী রে O Amar Ural Ponkhi Re لـ Subir Nandi - الكلمات والمقاطع