huatong
huatong
avatar

E Raat By Nachiketa

sumithuatong
nachiketa♥️huatong
الكلمات
التسجيلات
এ রাত অবসাদ শেষ হবার আগে,

এ রাত অবসাদ শেষ হবার আগে,

তোমার দু’চোখ ফুলের মতন

আমার চোখে জাগে রে..

এ রাত অবসাদ শেষ হবার আগে।

সকাল যেন স্মৃতির মতন,

অলস ধোঁয়া মাখা।

রাতের চাদর দুচোখে যার

সে নিরলস জাগে।

এ রাত অবসাদ শেষ হবার আগে।

ভেসে আসা পাখির ডাকে

অশনি সংকেতে।

আকাশ যেমন ছিল তেমনি

থাকে অনুরাগে।

المزيد من sumit

عرض الجميعlogo

قد يعجبك