huatong
huatong
avatar

মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে

Sumon_Singerhuatong
pantha_78huatong
الكلمات
التسجيلات
মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আভরণ

গন্ধ না থাক,

ও তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আভরণ

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।

জানি জুঁই মালতী হায়,

কতো গন্ধ যে ছড়ায়

তবু ঘরের ফেলে পরের কাছে

নিজেরে বিলায়

জানি জুঁই মালতী হায়,

কতো গন্ধ যে ছড়ায়

তবু ঘরের ফেলে পরের কাছে

নিজেরে বিলায়

ওরে তোর মতো যে নেই কো তাদের

মায়ে পোয়ে আলাপন

তোর মতো যে,

ও মন তোর মতো যে নেই কো তাদের

মায়ে পোয়ে আলাপন

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।

আমার তাই তো লাগে ভয়,

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়

আমার তাই তো লাগে ভয়,

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়

ওরে যেন ভুলিসনা, তোর দয়াময়ী মা

তার রক্ত মাখা কালো রূপে

ঘোচায় কালিমা

ওরে যেন ভুলিসনা, তোর দয়াময়ী মা

তার রক্ত মাখা কালো রূপে

ঘোচায় কালিমা

ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়

করি আত্মসমর্পণ

তাই বলি আয়,

ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়

করি আত্মসমর্পণ

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আভরণ

গন্ধ না থাক,

ও তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আভরণ

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।

المزيد من Sumon_Singer

عرض الجميعlogo

قد يعجبك