huatong
huatong
syed-abdul-hadi-shurjodoye-tumi-cover-image

Shurjodoye tumi

Syed Abdul Hadihuatong
loveselfhuatong
الكلمات
التسجيلات

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি।

জলসিঁড়ি

নদীতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও… কাশবনে

ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে বাউল আমায়

সুরে সুরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি।

আঁকা বাঁকা

মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও… পদ্মকাঁপা

দিঘী ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়

চিরতরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি।

Follow us like me

المزيد من Syed Abdul Hadi

عرض الجميعlogo

قد يعجبك