huatong
huatong
avatar

দুই চাক্কার সাইকেল

Syed Omy/Sanzida Rimihuatong
jedagrace1huatong
الكلمات
التسجيلات
ছেলেঃদেখে তোরে মনে ধরেছে ওরে ও সুন্দরী....

আরে দেখে তোরে মনে ধরেছে ওরে ও সুন্দরী

আকাশ থাইকা নামলো বুঝি ডানা ছাড়া পরী

মেয়েঃকতো পাগল দেখছি আমি করে ঘোরাঘুরি

যতই করিস তুই হিরোগিরি হবে না মন চুরি

ছেলেঃতোর ডাগর ডাগর চোখে কালো কাজল মেখে

নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া......

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

মেয়েঃআমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

ছেলেঃলাগবেরে হাওয়া হাওয়া উড়বেরে চুল

দেখবোরে মনটা ভরে

মেয়েঃনা না না না"পড়বো না তোর ফাঁন্দে ধরা

লাভ নাইরে পিছে ঘুরে.....

ছেলেঃহেই লাগবেরে হাওয়া হাওয়া উড়বেরে চুল

দেখবোরে মনটা ভরে

মেয়েঃনা না না না"পড়বো না তোর ফাঁন্দে ধরা

লাভ নাইরে পিছে ঘুরে....

ছেলেঃতোর ডাগর ডাগর চোখে কালো কাজল মেখে

নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া.....

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

মেয়েঃআমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

ছেলেঃহাওয়ারই বেগে বেগে চলবে সাইকেল

তোরে লইয়ারে সাথে.....

মেয়েঃআরে কে করবে তোর ইচ্ছে পুরন

সময় নাই আমার হাতে....

ছেলেঃহেই হাওয়ারই বেগে বেগে চলবে সাইকেল

তোরে লইয়ারে সাথে

মেয়েঃধুর ছাই কে করবে তোর ইচ্ছে পুরন

সময় নাই আমার হাতে.....

ছেলেঃতোর ডাগর ডাগর চোখে

কালো কাজল মেখে

নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

মেয়েঃআমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

ছেলেঃআমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

মেয়েঃআমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

المزيد من Syed Omy/Sanzida Rimi

عرض الجميعlogo

قد يعجبك