logo

তোমারে লেগেছে এতো tomare legeche eto je valo

logo
الكلمات
হুম হুম হো আহা হা হুম হুম

হুম হুম হো আহা হা হুম হুম

তোমারে লেগেছে এতো যে ভালো

চাঁদ বুজি তা জানে

রাতের ও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুজি তা জানে

0

0

রাতের আকাশে তারার ও মিতালি

আমারে দিয়েছে সুরের ও গীতালি

কত যে আশায় তোমারি নামে

জ্বালিয়ে আমি রেখেছি দীপালি

আকুল ভোমরা বলে সে কথা

বুকুলের ও কানে কানে

চাঁদ বুজি তা জানে

হুম হুম হো আহা হা হুম হুম

এতো যে কাছে চেয়েছি তোমারে

এতো যে প্রীতি দিয়েছো আমারে

এতযে পাওয়া কেমনে সহিবো

একাকী আমি নীরব ও আঁধারে

আকুল পাপিয়া ছড়ায় সে কথা

বাতাসের ও কানে কানে

চাঁদ বুজি তা জানে

তোমারে লেগেছে এতো যে ভালো

চাঁদ বুজি তা জানে

রাতের ও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুজি তা জানে

হুম হুম হো আহা হা হুম হুম

হুম হুম হো আহা হা হুম হুম

তোমারে লেগেছে এতো tomare legeche eto je valo لـ Talat Mehmood - الكلمات والمقاطع