huatong
huatong
avatar

Meghoboron by tanjib sarwar Imran's track

tanjib sarwarhuatong
🔥💞🅸🅼🆁🅰🅽💞࿐ᵐᵘˢᵉˢ🔥huatong
الكلمات
التسجيلات
এ এ এ এএএ আ আ আ আ

এ...আ আ আ আ...

সুখ বহে বাতাসে বৃষ্টি এলে

যদি এ লগন দেয় জড়ায় দুজনায়

হাজার ফোটার এই রাত

শুধু প্রেম জেগে থাক

একই সুরে

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।।

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।।

ভালবাসি.......

...........

Imran's track

.............

একা একা কথা বলা বৃষ্টির সাথে

নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে

বাড়ছে আকাশ কালো বাড়ছে সময়

ফেরার পথেই নত

শুধু নোনা জল

ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে

পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে

হাজার ফোটার এই রাত

শুধু প্রেম জেগে থাক

একই সুরে

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।।

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।।

ভালবাসি.......

আআ আ আআ

আ আ আ আ আ আ আহ

আ আ আ আ আ আ দেরে নাহ

বৃষ্টি ঘাসের দুলে সাজায়ে তোমায়

দেখব আপন মনে নতুন ভাষায়

আবেগের তৃষ্ণাতে পিপাসা জমে

ভেজাবো বৃষ্টিতে নিপুণ তালে

গ্রহতে গহীনে রচনায় আমি মগ্ন

তবুও সূচনায় দেয় বাধা মোর কাব্য

হাজার ফোটার এই রাত

শুধু প্রেম জেগে থাক

একই সুরে

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।।

মেঘেদের পাল তুলে

যাব নূরের খেয়ায়

বাধো মেঘবরনে আবেশে

ভালবেসে।

ভালবাসি.......

المزيد من tanjib sarwar

عرض الجميعlogo

قد يعجبك